Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped
(Vocational) education program conducted in combination of technical and general education with the aim of creating skilled manpower

Benefits

Last Update: 11.02.24

আপনার সন্তানকে কেন কারিগরি শিক্ষায় শিক্ষিত করবেন/সুবিধাঃ

* S.S.C (ভোকেশনাল) ও H.S.C (ভোকেশনাল) পাশ করার পর দেশে-বিদেশে চাকুরীর সুযোগ।

* বিদেশে কর্মরত দক্ষ জনশক্তির বেতন, অদক্ষ জনশক্তির চেয়ে কয়েকগুণবেশী।

* নিজেকে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তোলার জন্য পরবর্তীতে আর কোন প্রশিক্ষণ এর প্রয়োজন হয় না।

* সাধারণতঃ শিক্ষা কোর্স সমাপ্তির পূর্বেই আত্মকর্মী হয়ে উপার্জনের সুযোগ।

* শতকরা ৬০ ভাগ ব্যবহারিক ক্লাসের মাধ্যমে হাতে কলমে কাজ শেখার পর্যাপ্ত সুবিধা।

* পর্যাপ্ত লাইব্রেরী সুবিধা।

* আধুনিক যন্ত্রপাতি সুসজ্জিত ওয়ার্কশপ ও কম্পিউটার ল্যাব সুবিধা।

* অভিজ্ঞ উচ্চ শিক্ষিত ও সিঙ্গাপুর, চীন, ফিলিপাইন সহ দেশে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকমন্ডলী দ্বারা ক্লাস ও প্রশিক্ষণ পরিচালনা।

* কারিগরি ডিগ্রীর মূল্যায়ন বিশ্বব্যাপী সাধারণ ডিগ্রীর চেয়ে বেশী।

* শতকরা ৬৫ ভাগ ছাত্র/ছাত্রীর বৃত্তি সুবিধাসহ ছাত্রীদের বিনা বেতনে পড়াশুনার সুযোগ।

* S.S.C (ভোকেশনাল) পাশের পর বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউটে ১৫% কোটাসহ ভর্তির সুযোগ।

* প্রতিষ্ঠানটি সম্পূর্ণ সরকারী বিধায় নাম মাত্র খরচে পড়াশুনা করার সুযোগ।

* প্রতিটি শিক্ষাক্রমে (একাদশ বাদে) বোর্ড ফাইনাল পরীক্ষার পর ০৬ (ছয়) সপ্তাহ ব্যাপি শিল্পকারখানা কেন্দ্রীক বাস্তব প্রশিক্ষণ প্রদান করা হয় এবং ৬০০/- টাকা হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।

* S.S.C (ভোকেশনাল) ও H.S.C (ভোকেশনাল) সনদপত্রের মান সাধারণ শিক্ষা বোর্ডের S.S.C ও H.S.C সনদপত্রের সমমান হওয়ায় H.S.C (ভোকেশনাল) পাশ করার পর দেশের যে কোন বিশ্ববিদ্যালয়, সকল প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট গাজীপুর ব্যতিত) এবং কলেজ সমূহে উচ্চ শিক্ষার সুযোগ।

* স্কলারশীপ নিয়ে অল্প খরচে চীনে পড়ালেখার সুযোগ।

* সিঙ্গাপুর, চীন, ফিলিপাইন সহ দেশে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলীর মাধ্যমে ক্লাশ পরিচালনা।



আরো দেখুন: *সিটিজেন চার্টার  *প্রাতিষ্ঠানিক ও অন্যান্য কার্য/তথ্য প্রদানকারী ও প্রাপ্তিস্থান  *একনজরে *বিভাগ/ট্রেড/অকুপেশন  *সাফল্য ও অর্জন  *যোগাযোগ *শিক্ষকমন্ডলী/কর্মকর্তাবৃন্দ *কর্মচারীবৃন্দ  *অর্গানোগ্রাম  *ভর্তির বিজ্ঞপ্তি  *ভর্তি সংক্রান্ত তথ্য  *শিক্ষার্থী তথ্য *ইয়ার প্লান  *বর্ষমধ্য পরীক্ষার রুটিন *ফাইনাল পরীক্ষার রুটিন  *শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন  * পরীক্ষার ফরম পূরণ নোটিশ * ফাইনাল পরীক্ষার ফলাফল  *বর্ষমধ্য পরীক্ষার ফলাফল  *শিক্ষার্থী ভর্তি পরিসংখ্যান  *পরীক্ষার্থীদের ফলাফল পরিসংখ্যান  *শিক্ষার্থীদের প্রাপ্ত উপবৃত্তি পরিসংখ্যান  *শিক্ষক/কর্মকর্তা/কর্মচারী পরিসংখ্যান  *যারা টাকা জমা দিতে পারবে *যারা টাকা জমা দিয়েছে  *যারা টাকা জমা দেয়নি  *টাকা জমা প্রদানের পদ্ধতি  *সনদ ও অন্যান্য ফরম প্রদানকারী  *নমুনা আবেদন পত্র  *বিভিন্ন দিবস উদ্‌যাপন  *বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সমুহ  *বার্ষিক ও ত্রৈমাসিক অর্জন  *জাতীয়শুদ্ধাচারকৌশল 





* বাতায়নে তথ্য প্রদাকারী শিক্ষক/কর্মকর্তা    * পুরাতন ওয়েভসাইট      * সচরাচর জিজ্ঞাসা


 ঠিকানা : একডালা, কালিবাড়ী, সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ,  বিটিইবি কোড : ২৫০৩৯,  ইআইআইএন  নম্বর : ১৩২৮৩৫, ই-মেইল এড্রেস : tsc.sirajganj@gmail.com, ফোন ও মোবাইল নম্বর : 02588830137 ও 01715081601