Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সুবিধা সমূহ

Last Update: 11.02.24

আপনার সন্তানকে কেন কারিগরি শিক্ষায় শিক্ষিত করবেন/সুবিধাঃ

* S.S.C (ভোকেশনাল) ও H.S.C (ভোকেশনাল) পাশ করার পর দেশে-বিদেশে চাকুরীর সুযোগ।

* বিদেশে কর্মরত দক্ষ জনশক্তির বেতন, অদক্ষ জনশক্তির চেয়ে কয়েকগুণবেশী।

* নিজেকে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তোলার জন্য পরবর্তীতে আর কোন প্রশিক্ষণ এর প্রয়োজন হয় না।

* সাধারণতঃ শিক্ষা কোর্স সমাপ্তির পূর্বেই আত্মকর্মী হয়ে উপার্জনের সুযোগ।

* শতকরা ৬০ ভাগ ব্যবহারিক ক্লাসের মাধ্যমে হাতে কলমে কাজ শেখার পর্যাপ্ত সুবিধা।

* পর্যাপ্ত লাইব্রেরী সুবিধা।

* আধুনিক যন্ত্রপাতি সুসজ্জিত ওয়ার্কশপ ও কম্পিউটার ল্যাব সুবিধা।

* অভিজ্ঞ উচ্চ শিক্ষিত ও সিঙ্গাপুর, চীন, ফিলিপাইন সহ দেশে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকমন্ডলী দ্বারা ক্লাস ও প্রশিক্ষণ পরিচালনা।

* কারিগরি ডিগ্রীর মূল্যায়ন বিশ্বব্যাপী সাধারণ ডিগ্রীর চেয়ে বেশী।

* শতকরা ৬৫ ভাগ ছাত্র/ছাত্রীর বৃত্তি সুবিধাসহ ছাত্রীদের বিনা বেতনে পড়াশুনার সুযোগ।

* S.S.C (ভোকেশনাল) পাশের পর বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউটে ১৫% কোটাসহ ভর্তির সুযোগ।

* প্রতিষ্ঠানটি সম্পূর্ণ সরকারী বিধায় নাম মাত্র খরচে পড়াশুনা করার সুযোগ।

* প্রতিটি শিক্ষাক্রমে (একাদশ বাদে) বোর্ড ফাইনাল পরীক্ষার পর ০৬ (ছয়) সপ্তাহ ব্যাপি শিল্পকারখানা কেন্দ্রীক বাস্তব প্রশিক্ষণ প্রদান করা হয় এবং ৬০০/- টাকা হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।

* S.S.C (ভোকেশনাল) ও H.S.C (ভোকেশনাল) সনদপত্রের মান সাধারণ শিক্ষা বোর্ডের S.S.C ও H.S.C সনদপত্রের সমমান হওয়ায় H.S.C (ভোকেশনাল) পাশ করার পর দেশের যে কোন বিশ্ববিদ্যালয়, সকল প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট গাজীপুর ব্যতিত) এবং কলেজ সমূহে উচ্চ শিক্ষার সুযোগ।

* স্কলারশীপ নিয়ে অল্প খরচে চীনে পড়ালেখার সুযোগ।

* সিঙ্গাপুর, চীন, ফিলিপাইন সহ দেশে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলীর মাধ্যমে ক্লাশ পরিচালনা।



আরো দেখুন: *সিটিজেন চার্টার  *প্রাতিষ্ঠানিক ও অন্যান্য কার্য/তথ্য প্রদানকারী ও প্রাপ্তিস্থান  *একনজরে *বিভাগ/ট্রেড/অকুপেশন  *সাফল্য ও অর্জন  *যোগাযোগ *শিক্ষকমন্ডলী/কর্মকর্তাবৃন্দ *কর্মচারীবৃন্দ  *অর্গানোগ্রাম  *ভর্তির বিজ্ঞপ্তি  *ভর্তি সংক্রান্ত তথ্য  *শিক্ষার্থী তথ্য *ইয়ার প্লান  *বর্ষমধ্য পরীক্ষার রুটিন *ফাইনাল পরীক্ষার রুটিন  *শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন  * পরীক্ষার ফরম পূরণ নোটিশ * ফাইনাল পরীক্ষার ফলাফল  *বর্ষমধ্য পরীক্ষার ফলাফল  *শিক্ষার্থী ভর্তি পরিসংখ্যান  *পরীক্ষার্থীদের ফলাফল পরিসংখ্যান  *শিক্ষার্থীদের প্রাপ্ত উপবৃত্তি পরিসংখ্যান  *শিক্ষক/কর্মকর্তা/কর্মচারী পরিসংখ্যান  *যারা টাকা জমা দিতে পারবে *যারা টাকা জমা দিয়েছে  *যারা টাকা জমা দেয়নি  *টাকা জমা প্রদানের পদ্ধতি  *সনদ ও অন্যান্য ফরম প্রদানকারী  *নমুনা আবেদন পত্র  *বিভিন্ন দিবস উদ্‌যাপন  *বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সমুহ  *বার্ষিক ও ত্রৈমাসিক অর্জন  *জাতীয়শুদ্ধাচারকৌশল 





* বাতায়নে তথ্য প্রদাকারী শিক্ষক/কর্মকর্তা    * পুরাতন ওয়েভসাইট      * সচরাচর জিজ্ঞাসা


 ঠিকানা : একডালা, কালিবাড়ী, সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ,  বিটিইবি কোড : ২৫০৩৯,  ইআইআইএন  নম্বর : ১৩২৮৩৫, ই-মেইল এড্রেস : tsc.sirajganj@gmail.com, ফোন ও মোবাইল নম্বর : 02588830137 ও 01715081601