Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

FAQ

Last update: 01-12-23

১. আমার সন্তানকে কেন কারিগরিতে পড়াব?

উত্তর: করিগরি শিক্ষা এবং সাধারণ শিক্ষার সমন্বয়ে সিলেবাস প্রণিত যে কারণে একজন শিক্ষার্থী সাধারণ শিক্ষার চেয়ে এক ধাপ এগিয়ে থাকবে। সে যদি চাকুরী নাও পায় তবে কারিগরি শিক্ষা তাকে আত্ম স্বাবলম্বী হতে সাহায্য করবে। যে দেশে কারিগরি শিক্ষার হার যত বেশী সেই দেশ তত উন্নত তাই বর্তমান সরকার কারিগরি শিক্ষার উপর সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন।


২. একই সাথে দুই ধারা, টেকনিক্যাল বিষয়ে বা ব্যাবহারিকে শিক্ষার্থীরা তেমন একটা আগাতে পাড়বেনা।
উত্তর: সাপ্তাহিক মোট ক্লাশের প্রায় ৪৫% কারিগরি বিষয়ের তাত্বিক ও ব্যবহারিক ক্লাশ থাকে সে কারণে কারিগরে তার দক্ষতা অনেক বেশী হয়।


৩. পড়া লেখা বেশী আবার শুনি পাশ করা সহজ, ভাল রেজাল্টও করা যায়, কেমনে এটা সম্ভব?
উত্তর: সাধারণ শিক্ষায় যে পড়া দুই বছরে পড়ে একবার পরীক্ষা দেয়, কারিগরিতে সেই পড়া দুইটি ভাগে ভাগ করা হয় অর্থাৎ নবমে যা পড়বে সেটার বোর্ড ফাইনাল পরীক্ষা দিলে দশমে আর সেই পড়া পড়তে হবেনা শুধু দশমের পড়া পড়বে এবং পরীক্ষা দেবে। পরবর্তীতে দুই ক্লাশের ফলাফল একত্রে করে রেজাল্ট হবে। যে কারণে পড়ার চাপ অনেক কম। এছাড়া ৪০% নম্বর ক্লাশ টেষ্ট, কুইজ টেষ্ট, হাজিরা ইত্যাদীর উপর ক্লাশেই অর্জন করতে পারে, এ কারণেই নিয়মিত ক্লাশ করলে তার ফলাফল ভাল হয়।


৪. কখন কোন ক্লাশে ভর্তি করা হয়।

উত্তর: ৬ষ্ঠ হতে ৯ম শ্রেণী পর্যন্ত ভর্তির সময় ডিসেম্বর মাস ক্লাশ শুরু ১ জানুয়ারী হতে। আবেদন পত্র পতিষ্ঠান হতে সংগ্রহ করতে হয় এবং লটারির মাধ্যমে ভর্তি হয়। একাদশ শ্রেণীতে ভর্তি দশম শ্রেণীর ফলাফল প্রকাশের পর অনলাইনে আবেদন করতে হয় অনলাইনে নিশ্চায়ন করতে হয় এরপর প্রতিষ্ঠানে এসে মূল সনদ জমা দিয়ে ভর্তি হতে হয়।


৫. সাধারণ শিক্ষায় এসএসসি পাশ করে কি একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া যাবে।
উত্তর: না শুধুমাত্র যারা এসএসসি (ভোকেশনাল) বা দাখিল (ভোকেশনাল) পাশ হতে হবে এবং যে ট্রেড হতে পাশ করেছে সেই ট্রেড বা ক্লাস্টার্ড ট্রেডে ভর্তি হতে হবে ।


৬. ভর্তি ফরম কোথায় পাওয়া যাবে?

উত্তর: কক্ষনং ১০৪, একাডেমিক সেকশনে।


৭. ভর্তির টাকা কোথায় জমা দিব?

উত্তর: কক্ষনং ১০২, একাউন্স সেকশনে।


৮. মাসিক বেতন কেমন?

উত্তর: মাসিক ১০ (দশ) টাকা। ভর্তির সময় ১২ মাসের টাকা একবারে নিয়ে নেওয়া হবে।


৯. রেজিস্ট্রেশনের জন্য কি টাকা জমা দিতে হবে?

উত্তর: হ্যাঁ দিতে হবে তবে সেটা ভর্তির সময় নিয়ে নেওয়া হবে আলাদা করে দিতে হবেনা।


১০. প্রতিটি ক্লাশের ফাইনাল পরীক্ষার জন্য কি ফরম ফিলাপ করতে হবে?

উত্তর: জ্বী নবম হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিটি পরীক্ষায় ফরম ফিলাপ করতে হবে। ফরমফিলাপের জন্য ফি বোর্ড কর্তৃক নির্ধারিত। বেশী টাকা নেওয়ার কোন সুযোগ নাই।


১১. নবম ফাইনাল পরীক্ষার প্রশ্ল কি আপনারা করবেন?

উত্তর: না বোর্ড হতে প্রশ্ন আসবে উত্তরপত্র বোর্ডে চলে যাবে, বোর্ডই রেজাল্ট দিবে।


১২. নবম শ্রেণীতে এক, দুই বিষয়ে ফেল করলে কি আবার নবমে পড়তে হবে?

উত্তর: না, সর্বাধিক তিন বিষয়ে ফেল করলে তাকে দশমে প্রমোশন দেওয়া হবে। তবে তাকে পরবর্তি বছরে ঐ ফেল বিষয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে।


১৩. আমার সন্তানকে প্রায়ভেট পড়াতে চাচ্ছি কোন টিচার ভাল হবে।
উত্তর: কারিগরি শিক্ষায় প্রায়ভেট পড়ানো সম্পর্ণ নিধেষ। কেউ যদি পড়ায় তবে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। নিয়তি ক্লাশ করলে কোন প্রায়ভেট লাগবেনা।


১৪. শুনেছি প্রতিটি ক্লাশেই নাকি ভর্তি হতে হয়।

উত্তর: জ্বী প্রতিটি ক্লাশেই ভর্তি হতে হবে। বোর্ড নিধারিত টাকা জমা দিয়ে ভর্তি হতে হবে এবং নবম হতে দ্বাদশ প্রতিটি ক্লাশে ফরম ফিলাপ করতে হবে।


১৪. আমার ইচ্ছা ছিল ছেলেকে ডিপ্লোমা পড়াব এখানে ভর্তি হলে তা তো সম্ভব হবেনা।

উত্তর: অবশ্যই ডিপ্লোমা পড়াতে পাড়বেন। এসএসসি (ভোকেশনাল) পাশ করলে ১৫% কোটা পাবে। এছাড়া এইচএসসি (ভোকেশনাল) পাশ করলে ডিপ্লোমা ৩য় বা ৪র্থ সেমিষ্টারে সরাসরি ভর্তি হতে পারবে।


১৫. আমার জন্ম নিবন্ধনে নামের সাথে রেজিস্ট্রেশনে মিল নেই আমি কি করবো।

উত্তর: কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েভ সাইটে ই-সেবার মাধ্যমে ঠিক করা যাবে।


১৬. আমি এ বছর একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছি। এসএসসি মার্কসীটটা জরুরী প্রয়োজন।

উত্তর: অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে যুক্তিযুক্ত কারন থাকলে ধারে ৭ দিনের জন্য দেওয়া যাবে পরবির্তে জমা না দিলে ভর্তি বাতিল করে দেওয়া হবে। প্রয়োজনে একাডেমিক সেকশনে যোগাযোগ করা যেতে পারে ।


১৭.  আমার রেজিস্ট্রেশন হয়েছে ফরম ফিলাপ করেছিলাম কিন্তু পরীক্ষা দেইনি। এবছর কি পরীক্ষা দিতে পারবো।

উত্তর: দেওয়া যাবে। যদি এক বছর পরীক্ষা না দিয়ে থাকো সে ক্ষেত্রে সংযোগ রক্ষাকারী ফি দিয়ে ফরমফিলাপ করে পরীক্ষা দেওয়া যাবে।


১৮. আমার বাবা সরকারি চাকুরী করে আমার প্রত্যয়ন পত্র প্রয়োজন।

উত্তর: অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। বিভাগীয় প্রধানের নিকট আবেদন পত্র নিয়ে যাও তিনি অগ্রণিত করে দেবে এরপর অধ্যক্ষ মহোদয়ের নিকট গেলে তিনি একাডেমিক ইনচার্জকে মার্ক করে দেবে। আবেদন প্রত্রটি একাডেমিক সেকশন (কক্ষ নং ১০৪) এ নিয়ে গেলে তোমাকে প্রত্যয়ন পত্র দিবে।


১৮. আমি দ্বাদশ পাশ করেছি তাই একাদশের জমাকৃত মার্কশীট উত্তোলন করতে চাই।

উত্তর: অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে।  অধ্যক্ষ মহোদয়ের নিকট গেলে তিনি একাডেমিক ইনচার্জকে মার্ক করে দেবে। আবেদন প্রত্রটি একাডেমিক সেকশন (কক্ষ নং ১০৪) এ নিয়ে গেলে তোমাকে জমাকৃত মার্কশীট প্রসংশা পত্র দিবে। তোমাকে অবশ্যইে এইচএচসির মূল রেজিস্ট্রেশ কার্ড সঙ্গে আনতে হবে। সম্ভব হলে এএসসির মার্কসীটের ফটোকপি সঙ্গে জমা দিবে।


যে কোন সমস্যা বা প্রয়োজনে তোমার ক্লাশ টিচারের নিকট যাও, তিনি সমাধান করতে না পারলে বিভাগীয় প্রধানের নিকট যাও, তিনি সমাধান করতে না পারলে অধ্যক্ষ মাহোদয়ে নিকট যাও, তিনি সমাধান করে দিবেন।






* বাতায়নে তথ্য প্রদাকারী শিক্ষক/কর্মকর্তা    * পুরাতন ওয়েভসাইট      * সচরাচর জিজ্ঞাসা


 ঠিকানা : একডালা, কালিবাড়ী, সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ,  বিটিইবি কোড : ২৫০৩৯,  ইআইআইএন  নম্বর : ১৩২৮৩৫, ই-মেইল এড্রেস : tsc.sirajganj@gmail.com, ফোন ও মোবাইল নম্বর : 02588830137 ও 01715081601