Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পটভূমি ও ইতিহাস


সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ জেলার একটি প্রচীন কারিগরি প্রতিষ্ঠান যা যমুনা নদীর কাছে এবং শহরের উত্তর-পূর্ব এলাকা কালিবাড়ীতে অবস্থিত। প্রতিষ্ঠানটি ১৯৬৬ সালে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালে নাম ছিল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, তখন দুটি ভিন্ন ট্রেডে দুই বছরের ট্রেড কোর্স প্রোগ্রাম চালু হয় যার মাধ্যমে প্রতি বছরে ২০+২০=৪০ জন প্রশিক্ষনার্থী ভর্তি করা হত। কর্মক্ষেত্রে এবং সমাজে বৃত্তিমূলক গ্র্যাজুয়েটদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে 1995 সালে ট্রেড কোর্স বিলুপ্ত হয়ে শুরু হয় এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (ভোকেশনাল) এবং ট্রেড সংখ্যা বেড়ে দাড়ায় ৪টি। প্রতি বছর ২০*৪=৮০ জন শিক্ষাথী এসএসসি ও ৮০ জন এইচএসসি লেভেলে ভর্তির সুযোগ পায়। ২০০৩ সালে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে সিরাজগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রাখা হয়। ক্রমবর্ধমান দক্ষ জনশক্তির চাহিদা পূরণে লক্ষ্যে আসন সংখ্যা বাড়িয়ে করা হয় ৪০ টি করে এবং ২টি শিফ্‌ট চালু করা হয় ফলে আসন সংখ্যা বেড়ে দাড়ায় এসএসসিতে ৪০*৪*২=৩২০ এইচএসসিতে ৫০*৪=২০০ জনে। দেশে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার বৃদ্ধির লক্ষ্যে  ২০১৬ সালে একটি টেকনোলজীতে কোর্স চালু করা এবং সফল ভাবে একটি ব্যাচ বের হয় (পাশের হার ৯৮%) ২০২১ সনে সরকার কোর্সটির সকল শিক্ষার্থীদের পলিটেকনিকে বদলী করে কোর্সটি বন্ধ করে দেয়। ২০২২ সনে প্রি-ভোকেশনাল/জেএসসি (ভোকেশনাল) ৬ষ্ঠ শ্রেণী হতে শুরু হয় ।


বর্তমানে অত্র প্রতিষ্ঠানে আসন সংখ্যা ৬ষ্ঠ-১২০, ৭ম-১২০, ৮ম-১২০, ৯ম-৩২০, ১০-৩২০, ১১শ-২০০, ১২শ-২০০ সর্বমোট ১৪০০ টি।





আরো দেখুন: *সিটিজেন চার্টার  *প্রাতিষ্ঠানিক ও অন্যান্য কার্য/তথ্য প্রদানকারী ও প্রাপ্তিস্থান  *একনজরে   *বিভাগ/ট্রেড/অকুপেশন   *সাফল্য ও অর্জন   *যোগাযোগ   *শিক্ষকমন্ডলী/কর্মকর্তাবৃন্দ   *কর্মচারীবৃন্দ   *অর্গানোগ্রাম   *ভর্তির বিজ্ঞপ্তি   *ভর্তি সংক্রান্ত তথ্য   *শিক্ষার্থী তথ্য   *ইয়ার প্লান   *বর্ষমধ্য পরীক্ষার রুটিন  *ফাইনাল পরীক্ষার রুটিন   *শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন   * পরীক্ষার ফরম পূরণ নোটিশ   * ফাইনাল পরীক্ষার ফলাফল  *বর্ষমধ্য পরীক্ষার ফলাফল  *শিক্ষার্থী ভর্তি পরিসংখ্যান  *পরীক্ষার্থীদের ফলাফল পরিসংখ্যান  *শিক্ষার্থীদের প্রাপ্ত উপবৃত্তি পরিসংখ্যান  *শিক্ষক/কর্মকর্তা/কর্মচারী পরিসংখ্যান  *যারা টাকা জমা দিতে পারবে  *যারা টাকা জমা দিয়েছে  *যারা টাকা জমা দেয়নি  *টাকা জমা প্রদানের পদ্ধতি  *সনদ ও অন্যান্য ফরম প্রদানকারী   *নমুনা আবেদন পত্র   *বিভিন্ন দিবস উদ্‌যাপন   *বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সমুহ  *বার্ষিক ও ত্রৈমাসিক অর্জন   *জাতীয়শুদ্ধাচারকৌশল 





* বাতায়নে তথ্য প্রদাকারী শিক্ষক/কর্মকর্তা    * পুরাতন ওয়েভসাইট      * সচরাচর জিজ্ঞাসা


 ঠিকানা : একডালা, কালিবাড়ী, সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ,  বিটিইবি কোড : ২৫০৩৯,  ইআইআইএন  নম্বর : ১৩২৮৩৫, ই-মেইল এড্রেস : tsc.sirajganj@gmail.com, ফোন ও মোবাইল নম্বর : 02588830137 ও 01715081601