Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ASSET সর্টকোর্সে প্রশিক্ষণার্থী ভর্তি সংক্রান্ত

ASSET NTVQF সর্ট কোর্স

কোর্স সমুহ: কম্পিউটার অপারেশন, ড্রাইভিং, ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স ফর কন্সট্রাকশন, মোবাইল ফোন সার্ভিসিং, ওয়েল্ডিং  আসন সংখ্যা প্রতি অকুপেশনে-২৪টি

 ASSET প্রজেক্ট এর অধিনে কোন প্রশিক্ষণ নিলে, NID না থাকলে বা বয়স ১৮-৩৫ না হলে আবেদনপত্র বাতিল বলিয়া গণ্য হবে।

পরীক্ষার হলে কলম এবং প্রবেশপত্র ছাড়া অন্য সামগ্রী আনা যাবেনা (ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ইত্যাদী)

সেসন ব্যাচ সাইকেল নম্বর ভর্তি বিজ্ঞপ্তি
আবেদনপত্র
ভর্তির পরিক্ষার ফলাফল
জানুয়ারী-এপ্রিল/২০২৫ ০৪ ০৪ বিস্তারিত


ভর্তি পরীক্ষায় টেকনিক্যাল বিষয়ে কি ধরণের প্রশ্ন আসতে পারে তাহার সংক্ষিপ্ত সাজেশন (ডাউনলোড করতে নীচের অকুপেশনে ক্লীক করুন) 

টেকনিক্যাল বিষয়ের সাথে  সাধারণ জ্ঞান, গণিত, ইংরেজী থাকতে পারে।

পরীক্ষার সময়: ১ ঘন্টা, পূর্ণমান: ৫০ ( এমসিকিউ/শর্ট টাইপ প্রশ্ন হবে)


কম্পিউটার অপারেশন ড্রাইভিং ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স মোবাইল ফোন সার্ভিসিং ওয়েল্ডিং


ASSET প্রকল্পের মূল উদ্দেশ্য

১। দেশের যুব শ্রমিক, নারী, প্রতিবন্ধী, অনগ্রসর ও সুবিধা বঞ্চিতদের বিভিন্ন অকুপেশনে স্কিল ট্রেনিং প্রদান করা।

2। দক্ষতা ভিত্তিক ট্রেনিং এর মাধ্যমে দেশের বেকারত্ব দূর করা এবং আর্থ সামাজিক উন্নয়নে ভুমিকা রাখা।

৩। দক্ষতা প্রশিক্ষণের মাধ্যামে দেশে ও বিদেশে অধিক উপার্জনের সুযোগ সৃষ্টি করা।

৪। সকলকে দেশের কল্যানে ভুমিকা রাখা এবং দেশকে উন্নয়নশীল দেশে পরিনত করার লক্ষ্যে কাজ করা।

কোর্সের মেয়াদ

৪(চার)মাস, প্রতমিাসে ২২ দিন, মোট ৩৬০ ঘন্টা ।


কোর্সের সুবিধা

যাতায়াত ভাতা বাবদ প্রতিদিন উপস্থিতির জন্য ১০০ টাকা। নারী, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠি প্রশিক্ষণার্থীগণকে প্রশিক্ষণ ভাতা হিসাবে মাসিক ২০০০ টাকা এবং অন্যান্য প্রশিক্ষণার্থীগণকে প্রশিক্ষণ ভাতা হিসাবে মাসিক ১৫০০ টাকা, এই টাকা অ্যাসেসমেন্টে অংশ গ্রহণ করলে মোট টাকার ৫০%, কৃতকার্য হলে মোট টাকার ৮০%, কৃতকার্য হয়ে কর্মসংস্থান/ আত্মকর্মসংস্থানে নিয়োজিত হলে ১০০% টাকা প্রাপ্য হবে।" প্রশিক্ষণ সমাপ্তির পর বাজেট প্রাপ্তি সাপেক্ষে " ভাতা প্রদান করা হবে।

আবেদন করতে যা যা লাগবে

১। NID এর ফটোকপি,  ২। ছবি-৩ কপি,  ৩। শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি। ৪। বিশেষ চাহিদা সম্পন্ন বা ক্ষূদ্র নৃগোষ্ঠি হলে তার সনদের ফটোকপি।

ASSET প্রকল্পের সর্টকোসে ভর্তির শর্ত 

১। ০৪ (চার) মাস মেয়াদী, প্রতিমাসে সর্বোচ্চ ২২ (বাইশ) দিন করে (৩৬০ ঘন্টা) প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

২। প্রশিক্ষণার্থীকে প্রতিদিনই পুর্ণ সময় আবশ্যিকভাবে প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে।

৩। প্রশিক্ষণার্থীদের উপস্থিতি (দুপুর ১:০০টা হতে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত বা প্রতিষ্ঠানের সুবিধাজনক সময়ে) Facial Recognition Camera এবং Biometrics এর মাধ্যমে নিশ্চিত করা হবে এবং তাৎক্ষণিক অনলাইনে প্রেরিত হবে।

৪। ৮০% উপস্থিতি নিশ্চিত করতে হবে অন্যথায় ভর্তি বাতিল বলে গন্য হবে ।

৫। প্রশিক্ষণ শেষে আবশ্যিক ভাবে সংশিষ্ট অকুপেশনে এ্যাসেসমেন্টে অংশগ্রহণ করতে হবে।

৭। সকল প্রকার সম্মানী ও প্রশিক্ষণ ভাতা প্রশিক্ষণার্থীর অগ্রণী ব্যাংকের একাউন্টে প্রেরণ করা হবে।

৮। অত্র প্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র-ছাত্রীদের পাঠদানের পাশাপাশি প্রশিক্ষণ কার্যক্রম চলবে বিধায়, প্রশিক্ষণার্থীদের জন্য নির্ধারিত ওয়ার্কশপ/ল্যাবে অবস্থান করতে হবে।

৯। প্রশিক্ষণে অংশগ্রহণকারীগন সংশিষ্ট প্রশিক্ষকের অনুমতি ছাড়া ওয়ার্কশপ/ল্যাবের কোন যন্ত্রপাতি চালানো বা ব্যবহার করা যাবে না।

১০। সকল বয়সের প্রশিক্ষণার্থীদের মধ্যে সোহার্দপূর্ণ আচরণ থাকতে হবে।

১১। প্রশিক্ষন সমাপ্তির পর সংশ্লিষ্ট অকুপেশনে আব্যশিকভাবে কমপক্ষে ৬ (ছয়) মাস কর্মরত/ আত্মকর্মসংস্থানে নিয়োজিত থাকতে হবে।

১২। জাতীয় পরিচয়পত্র (NID)অবশ্যই থাকতে হবে।

১৪। নির্ধারিত বয়সের আগে বা পরে জন্ম তারিখ গ্রহন যোগ্য হবেনা ।

১৫। শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরতদের আবেদন করার প্রয়োজন নেই।

১৬। ASSET/SEIP প্রকল্পের মাধ্যমে কোন কোর্স করে থাকলে আবেদন করার প্রয়োজন নেই।

১৭। একজন আবেদনকারী একাধিক অকুপেশনে আবেদনপত্র জমা দিতে পারবেনা (জমা দিলে আবেদনপত্র বাতিল হতে পারে)।

১৯। ASSET প্রকল্পের এর যাবতীয় নিয়ম কানুন মেনে চলতে হবে।


প্রয়োজনীয় তথ্যরে জন্য যোগাযোগ করুন:


১। ড্রাইভিং (মোবাইল নং: ০১৭১৬১৫৬৯০৬)
২। কম্পিউটার অপারেশন (মোবাইল নং: ০১৬৮১৬৯২০৭৫)
৩। ইলেকট্রিক্যাল মেইটেন্যান্স (মোবাইল নং: ০১৭১৬৫১৩৮৮৯)
৪। মোবাইল ফোন সার্ভিসিং (মোবাইল নং: ০১৭১১২০৯৪৪১/০১৯১২৯৩৪৫৩০)
৫। ওয়েল্ডিং (মোবাইল নং: ০১৭১০৭৯৫৫৫০)




 



* বাতায়নে তথ্য প্রদাকারী শিক্ষক/কর্মকর্তা    * পুরাতন ওয়েভসাইট      * সচরাচর জিজ্ঞাসা


 ঠিকানা : একডালা, কালিবাড়ী, সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ,  বিটিইবি কোড : ২৫০৩৯,  ইআইআইএন  নম্বর : ১৩২৮৩৫, ই-মেইল এড্রেস : tsc.sirajganj@gmail.com, ফোন ও মোবাইল নম্বর : 02588830137 ও 01715081601